রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় উপজেলার চক্রধা ইউনিয়নের কানাহোটা গ্রামে কৃষি জমি কাটায় এই জরিমানা করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে আল-আমিন নামে একজন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। ধৃ/ত ব্যক্তি অ/পরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১০০,০০০/= (এক লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) মুঃ আব্দুর রহিম সহ শিবপুর মডেল থানার একটি চৌকস টহল টিম ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।শিবপুর উপজেলায় ফসলি জমি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে জানা যায়।