বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :
বিশ্বনাথে পূর্ব বিরুধের জেরে হামলার মামলায় রুবেল আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (১৪জানুয়ারী) বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
রুবেল আহমদ সিংরাগুলী গ্রামের খুরশিদ আলীর পুত্র। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, গত (২৬ সেপ্টেম্বর) সকালে রুবেল আহমদ গংরা বাদী জামাল উদ্দিন গংদের উপর পুর্ব বিরুধের জেরে অতর্কিত হামলা চালায়। গুরুত্বর আহত হন বাদীপক্ষ। এ ঘটনায় গত ০১/১০/২৫ তারিখে জামাল উদ্দিন বাদী হয়ে রুবেল আহমদকে প্রধান আসামি করে আরো ৭জনের নামউল্লেখ করে বিশ্বনাথ থানায় ১৪৩ ৪৪৭/৪৪৮/৩২৩ ৩২৫/৩০৭/৩৫৪ ৪২৭ধারায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং-০১)। মামলার প্রেক্ষিতে পুলিশ রুবেল আহমদকে গ্রেফতার করে।