শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline :
বিশ্বনাথে হামলার মামলায় রুবেল আহমদ গ্রেফতার শিবপুরে ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযানে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণের বারসহ ১ জন গ্রেফতার শেরপুরের-২ আসনের কান্না করা প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক মাদারীপুরের শিবচরে স্ত্রী হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে সড়ক দুর্ঘটনায় আহত চালক চাঁন মিয়া নওগাঁ আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, তারা তাদের সঠিক দ্বায়িত্ব পালন করছে না। পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন বাঞ্ছারামপুর ইউএনও

নওগাঁ আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, তারা তাদের সঠিক দ্বায়িত্ব পালন করছে না।

Reporter Name

 

খোরশেদ আলম নওগাঁঃ

অদ্য ১৪ জানুয়ারী ২০২৬ খৃষ্টাব্দঃ নওগাঁ জেলা একটি স্হানীয় হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কেন্দ্রীয় কমিটি কতৃক, মোট ২২১ সদস্য বিশিষ্ট ৬ মাসের জন্য নওগাঁ জেলার একটি আহবায়ক কমিটি প্রধান করেছে। অত্র এই আহবায়ক কমিটির পরিচিত সভার অনুষ্ঠানের শুরুতে, ২৪ শে জুলাইয়ে সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। উক্ত আহবায়ক কমিটির পরিচিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আহবায়ক নওগাঁ জেলা শাখা, মোঃআরমান হোসেন, মূখ্য সমন্নয় সাদনান সাকিব,সদস্য সচিব রাজি রেজুয়ান,মুখপাত্র মেহেদী হাসান,মোঃরুহুল হাসান,যুগ্ম আহবায়ক রানীনগর উপজেলা, নুসরত জাহান সদস্য নওগাঁ জেলা, সাদিয়া আফরিন সদস্য নওগাঁ জেলা, আলমগীর হোসেন সদস্য ধামুইর হাট উপজেলা, আশিকুর রহমান আশিক,মোঃশিয়াম যুগ্ম আহবায়ক পত্নীতলা,মোঃ শুভ যুগ্ম আহবায়ক বদলগাছী উপজেলা,আনজুমান আশা সদস্য নওগাঁ, আমিনুল ইসলাম যুগ্ম আহবায়ক নওগাঁ জেলা শাখা প্রমূখ। উপস্থিত থেকে নারী বক্তরা বলেন আমাদের সার্বিক কোন নিরাপত্তা নাই এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করা হচ্ছে। আরও অনান্য বক্তারা বলেন,আমরা কোন রাজনৈতিক দলের সদস্য না।আমরা জাতি ও জনগণের কাজ করছি এবং আগামী দিনে ও করে যাব।যে দলই ক্ষমতায় আসুক ভালো কাজ করলে আমরা বাহবা দিব আর খারাপ বা জনবিরোধী কাজ করলে আমরা তাদের বিরোধিতা করবো।সরকারি গেজেট ভুক্ত ৮৩৬ জন শহীদ আছে, আমরা তাদের মূল্যায়ন করবো।আমরা ৫ ই আগষ্টে যে পরিবর্তন চেয়েছি তা আমরা পাইনি।আমাদের অসিত্ব বাজায় রাখতে হলে হাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে, এই বিষয়ে সকল উপজেলার নেতা কর্মিকে প্রচার প্রচারনা চালাতে হবে। বর্তমান সমাজে মেধার চেয়ে পারিবারিক পরিচয়টা বড় করে দেখা হচ্ছে। আমরা রাজনৈতি করতে আসি নাই আমরা সুন্দর একটা সমাজ গড়তে এসছি।আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ গড়তে।বর্তমান সময়ে ছাত্র / ছাত্রীদের জীবনের চেয়ে সস্তা আর কিছু আছে বলে মনে হয় না।আমাদের মধ্যে নিজের স্বার্থে অনেকে, অনেক রাজনৈতিক দলের সাথে সংপৃক্ত হয়েছে, এখানে যারা এসেছে তারাই প্রকৃত দেশ প্রেমিক ও জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page