শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline :
বিশ্বনাথে হামলার মামলায় রুবেল আহমদ গ্রেফতার শিবপুরে ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযানে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণের বারসহ ১ জন গ্রেফতার শেরপুরের-২ আসনের কান্না করা প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক মাদারীপুরের শিবচরে স্ত্রী হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে সড়ক দুর্ঘটনায় আহত চালক চাঁন মিয়া নওগাঁ আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, তারা তাদের সঠিক দ্বায়িত্ব পালন করছে না। পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন বাঞ্ছারামপুর ইউএনও

রাজারহাটে জুলাই আন্দোলনের শহীদ নেতা শরীফ ওসমান হাদীর স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারীর অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ডিসেম্বর বাদ মাগরিব রাজারহাট উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আহাম্মদ আলী। সভা পরিচালনা করেন উমর মজিদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলায়মান আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাস্টার আব্দুল ওয়াহাব, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল হক, পেশাজীবী ফোরামের সভাপতি আব্দুর রহিম মাস্টার, অফিস সম্পাদক আব্দুল মতিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মো. গোলজার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল এবং জুলাই আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা মো. রুবেল মিয়া।
এছাড়াও সাইয়েদুর রহমান শাওনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আলোচনা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য শহীদ শরীফ ওসমান হাদী ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টন (পাল্টন) এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে কিছু দুষ্কৃতীর গুলির মুখে পড়েন। প্রথমে তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ স্বদেশে নেয়া হয় এবং ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় জানাজা নামায শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়।

ইব্রাহিম আলম সবুজ
রাজারহাট,কুড়িগ্রাম।
তাং ২০/১২/২০২৫ইং।
মোবাঃ ০১৭১২০০০৫৪০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page